রাজধানীর ৫৮ মার্কেট ও শপিং মল ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিতে ৯ : ফায়ার সার্ভিস

0
0


সম্প্রতি রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে।

রাজধানীতে একের পর অগ্নিকাণ্ড ভীতি ছড়াচ্ছে। এরমধ্যে, বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের মতো বিপণি বিতানে আগুনের ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে। এই দুটি বিপণি বিতানকেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। এবার রাজধানীর ৫৮ মার্কেট, সুপার মার্কেট ও শপিং মল অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে, গাউছিয়া মার্কেটসহ ৯টি মার্কেটকে ও শপিং মল অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঝারি ঝুঁকিতে রয়েছে ১৪টি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৩৫টি মার্কেট-শপিংমল।

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম রোববার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে, অধিক ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে রয়েছে- গাউছিয়া মার্কেট, বরিশাল প্লাজা মার্কেট, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, আলাউদ্দিন মার্কেট, শাকিল আনোয়ার টাওয়ার, শহিদুল্লাহ মার্কেট, শরিফ মার্কেট, মায়া কাটারা (২২ মার্কেট) ও রোজনীল ভিস্তা।

মাঝারি ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে রয়েছে- আলম সুপার মার্কেট, উত্তরা মার্কেট, সালেহা শপিং কমপ্লেক্স, মনু মোল্লা শপিং কমপ্লেক্স, লন্ডন প্লাজা শপিং মল, এ কে ফেমাস টাওয়ার, রোজভ্যালি শপিংমল, মেহের প্লাজা, প্রিয়াঙ্গণ শপিং সেন্টার, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেল, নেহার ভবন, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, ইসমাইল ম্যানশন সুপার মার্কেট ও সুবাস্থ অ্যারোমা শপিংমল।

ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো- বুড়িগঙ্গা সেতু মার্কেট, খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট, খিলগাঁও সিটি কর্পোরেশন কাঁচাবাজার মার্কেট, তিলপা পাড়া মিনার মসজিদ মার্কেট, হাজী হোসেন প্লাজা, ইসলাম প্লাজা, নিউ মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, এ হাকিম কমপ্লেক্স, শরিফ কমপ্লেক্স, বাচ্চু মিয়া কমপ্লেক্স, ড্রিমওয়্যার, এশিয়ান শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, ফেয়ার প্লাজা, শেপাল এন্টারপ্রাইজ লিমিটেড, সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, নাসা মেইনল্যান্ড, জাকারিয়া ম্যানশন, হাজী আব্দুল মালেক ম্যানশন, ইপিলিয়ন হোল্ডিং লিমিটেড, গ্লোব শপিং সেন্টার, চন্দ্রিমা সুপার মার্কেট, চাঁদনী চক মার্কেট, নিউ সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, হযরত বাকু শাহ হকার্স মার্কেট, ইসলামিয়া বই মার্কেট, ফুলবাড়িয়া সুপারমার্কেট-১, হান্নান ম্যানশন, সিটি প্লাজা ফুলবাড়িয়া সুপারমার্কেট-২, নগর প্লাজা, রোজ মেরিনাস মার্কেট ও দুকু টাওয়ার।

এএআর/