পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাশিয়ার

0
1


পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এমন দাবি করেছে দেশটির তেল শোধনাগার কেন্দ্র পিকেএন অরলেন। খবর রয়টার্সের।

ইউক্রেনে পোল্যান্ডের লেপার্ড ট্যাংক সরবরাহের একদিন পরই এমন পদক্ষেপ নিলো মস্কো। পিকেএন অরলেন’র দাবি, রাশিয়া থেকে কেবল ১০ শতাংশ তেল আমদানি করতো তারা। শিগগিরই তেলের বিকল্প উৎস খুঁজে বের করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। তাদের গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলেও দাবি করে।

রাশিয়া থেকে পাইপলাইন দ্রুজবা’র মাধ্যমে তেল সরবরাহ করা হতো পোল্যান্ডে। একই লাইন দিয়ে জ্বালানি যেতো জার্মানি, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায়। তেল সরবরাহ নিশ্চিতে এই পাইপলাইনটিকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন।

এটিএম/