Site icon Amra Moulvibazari

হকি লিগের জন্য কাজ করে যাচ্ছেন – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ

হকি লিগের জন্য কাজ করে যাচ্ছেন – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ

লম্বা সময় ধরে মাঠে গড়াচ্ছনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকি খুব দ্রুতই সেটির অবসান হচ্ছে বলেজানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ দ্রুত লিগ শুরুর ব্যাপারে , ক্লাবগুলোকে চিঠি দেয়া হবে জানিয়েছেন তিনি এদিকে স্কুল হকি। টুর্নামেন্টের কারণ দেখিয়ে জুনে হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ আর বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প বন্ধ আছে , বলছেন তিনি

চৈত্রের খড় রোদে একফসলা কৃত্রিম বৃষ্টি মাওলানা হকি স্টেডিয়ামের নীল টার্ফে সেখানেই নিজেদের ভিজিয়ে তৃপ্তি খুঁজলেন স্কুলহকির ক্ষুদ্রেরা কিন্তু স্কুল হকির থেকে উঠে আসা এই খেলোয়াড়রা জানেন না ভবিষ্যতে তাদের তৃপ্তি নেওয়ার জায়গা কোথায় অনেকদিন ধরেই  যে মাঠেই গড়াচ্ছে প্রিমিয়ার লিগ হকি

হকির ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ , আমাদের মূল টার্গেট হল লিগ , লিগেরজন্য আমরা কাজ করছি লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্ন ক্লাবগুলোকে চিঠি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা অল্প দিকদিনের মধ্যে চিঠি দিয়ে দিব তারপর সব ক্লাবগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিব যে, কবে লিগ আরম্ভ করবো

সেই সাথে এই  টুর্নামেন্টের জন্য আপাদত বন্ধ আছে জুনে হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ আর জুনিয়র বিশ্বকাপ বাচাই পর্বের ক্যাম্প তিনি আরো বলেন , বাহিরের বিভিন্ন সার্ভিস সিস্টেম গুলোতে ওরা আছেন , ওরা অলরেডি প্রেকট্রিস করছে তারপর আমরা কমপ্লিট প্রেকট্রিসের জন্য ওদের নিয়ে আসব আমাদের টুর্নামেন্ট আগামী ১৫ মার্চে শেষ হবে ১৬ মার্চ কিংবা ১৭ মার্চ তারিখ আমরা আবার ইনশাল্লাহ শুরু করবো সামনে বাংলাদেশের সুযোগ থাকছে যুব বিশ্বকাপের আসরে কোয়ালিফাই করার ।

Exit mobile version