ইরানের অস্ত্রভাণ্ডারে দূরপাল্লার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘পাভেহ’

0
3


ছবি : সংগৃহীত

ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ‘পাভেহ’ নামের দূরপাল্লার ক্রুজ মিসাইল। তেহরানের দাবি, শতভাগ নির্ভুলতার সাথে আঘাত হানতে সক্ষম তাদের নতুন এ সমরাস্ত্র। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের সময় জেনারেল কাসেম সোলায়মানির হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। খবর আরব নিউজের।

খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যারা ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তারাই টার্গেটে আছেন ইরানের।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চোখ রাঙানি উপেক্ষা করে একের পর এক সমরাস্ত্র তৈরি করছে ইরান। শত্রুদের মোকাবেলায় ভাণ্ডারে যোগ করছে নিত্যনতুন প্রযুক্তির ড্রোন-ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব অস্ত্র। তাতে সর্বশেষ সংযোজন ‘পাভেহ’ নামের দূরপাল্লার ক্রুজ মিসাইল। ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার এ ক্রুজ ক্ষেপণাস্ত্রটির ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। দেশটির রেভল্যুশনারি গার্ডের দাবি, শতভাগ নির্ভুলভাবে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।

ইরানের রেভল্যুশনারি গার্ড মহাকাশ বিভাগের প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেন, আমাদের এই মিসাইল সিস্টেমটি যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আমাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অন্যান্য যেসব প্রযুক্তি রয়েছে তাতে প্রতিদ্বন্দ্বিতায় শত্রুরা কোনোভাবেই আমাদের সাথে পারবে না।

তিনি আরও বলেন, আইন আল আসাদে মার্কিন সেনাঘাটিতে হামলা নিয়ে অনেকে অনেক কিছুই বলে। আমরা সেদিন চাইলে হাজারের বেশি আমেরিকানকে হত্যা করতে পারতাম। তারা তো দরিদ্র সৈন্য, আমাদের মূল লক্ষ্য তাদের হত্যা করা নয়। খোদার ইচ্ছায় আমরা ট্রাম্প, পম্পেও, ম্যাকেঞ্জিসহ যেসব কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার সাথে জড়িত তাদের মেরে ফেলতে চাইছি। তাদের মরতেই হবে।

এদিকে, আবারও জেনারেল কাসেম সোলায়মানি হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তেহরান। রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডারের কড়া হুঁশিয়ারি- ডোনাল্ড ট্রাম্প, মাইক পম্পেও, জেনারেল ম্যাকেঞ্জিসহ যারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

প্রসঙ্গত, এমনিতেই ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শহিদ ড্রোন রাশিয়া ব্যবহার করায় উদ্বিগ্ন পশ্চিমারা। এরমধ্যেই তাদের দূরপাল্লার এ ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন পশ্চিমাদের দুশ্চিন্তা আরও বাড়াবে বলে মত বিশ্লেষকদের।

এএআর/