ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলে শিডিউল বিপর্যয় হবে: রেলমন্ত্রী

0
0


রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলে শিডিউল বিপর্যয় হবেই। ডাবল লাইন না হওয়া পর্যন্ত এই বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। তার দাবি, বিগত সরকারগুলো রেল সম্প্রসারণে কোন উদ্যোগ না নিলেও বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর, রেলের নতুন ৩০টি মিটারগেজ এবং ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ে। বর্তমান সরকারের ক্রমাগত পদক্ষেপের ফলে প্রতি বছর ৯ কোটি মানুষ যাতায়াত করে এই বাহনের মাধ্যমে। রেল খাতকে আরও সমৃদ্ধ করতে এবার ৩০টি মিটারগেজ এবং ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ যুক্ত হলো বহরে।

মুজিববর্ষ উপলক্ষ্যে একইসঙ্গে রেলের বহরে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। যাতে দুটি বগিতে মোট ১২টি পর্বে দেশের মানুষ জানতে পারবে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতার ইতিহাস।

/এমএন