ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র লিভারপুলের

0
3


ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এ ড্রয়ে ৭ নম্বরে উঠে এসেছে অলরেডরা। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে ৬ পয়েন্টে।

শনিবারের (২৫ ফেব্রুয়ারি) ম্যাচে বলের দখলে বড় ব্যবধানেই এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। গোলে শট নেয়াতেও সফরকারীদের ধারে-কাছে ছিল না স্বাগতিকরা। কিন্তু জালে বলটা জড়াতেই পারেননি সালাহ-গাকপোরা।

এদিন দুই অর্ধেই লিভারপুলের দুটি চেষ্টা ক্রিস্টাল প্যালেসের গোলপোস্টে লেগে ব্যর্থ হয়। প্রথমার্ধে দিয়েগো জটার হেড পোস্টে লাগে, দ্বিতীয়ার্ধে সালাহর দারুণ আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় গোলবারে লেগে। এছাড়াও জোয়েল মাতিপ, অ্যালেক্সান্ডার আর্নল্ডদের প্রচেষ্টা প্রতিহত করে ক্রিস্টাল প্যালেসকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন গোলরক্ষক গুয়াইতা।

এ ড্রয়ে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ক্রিস্টাল প্যালেস।

এএআর/