চাকা পাংচার হয়ে ট্রাক খাদে পড়ে নিহত চালক

0
0


খাদে পড়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় ট্রাক উল্টে খাদে পড়ে আবু সাঈদ নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত আবু সাঈদ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রেজওয়ানুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা পাংচার হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক আবু সাঈদ মারা যায়।

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে হাইওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পরই চালকের সহকারী পালিয়ে যায়।

এসজেড/