দোনবাসে রুশ সেনাদের স্ত্রীদের বিক্ষোভ

0
2


ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনবাসে অঞ্চলে যুদ্ধরত রুশ সৈন্যদের স্ত্রীরা তাদের স্বামীদের অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে বিক্ষোভ করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন পার হয়ে গেলেও এখনও রাশিয়ার মনোযোগ ইউক্রেনের দোনবাস অঞ্চলেই রয়েছে। গেল সপ্তাহে বিচ্ছিন্ন দোনেৎস্ক পিপলস রিপাবলিকে এ বিক্ষোভের ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনে যুদ্ধরত সেনাদের স্ত্রীরা বিক্ষোভে আঞ্চলিক ভাষায় অভিযোগ করে বলছেন, গত চার মাস যাবত তারা তাদের স্বামীদের সাথে কথা বলতে পারেননি। এমনকি তাদের স্বামীদের অবস্থান সম্পর্কেও তাদের কোনো তথ্য দেয়া হচ্ছে না।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, দোনবাসে রুশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধই এ যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে।

এটিএম/