Site icon Amra Moulvibazari

জনগণের স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পেছানো হলো

জনগণের স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পেছানো হলো

করোনা ভাইরাস ইস্যুতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে । জনসমাগম এড়ানোর জন্য সুনির্দিষ্ট সরকারী নির্দেশন থাকলে ও গেমসের সাংগঠনিক কমিটির সভায় আসর স্থগিত করতে কোন সিদ্ধান্ত নিতে পারেন নি কর্মকর্তা ।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পরই দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত , জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ।

একনেক সম্মেলন কক্ষে বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ২য় সভার শুরুতে অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তফা কামালের এমন ব্ক্তব্য , জানালেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসর পেছানোর পক্ষে তিনি । তবে সভায় উপস্থিত কমিটির সদস্যরা এখনই এমন কোনো সিদ্ধান্তে নারাজ । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন , প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কেবল আসবে সিদ্ধান্তে পরিবর্তন । উনি প্রধান পৃষ্টপোষক এবং উপদেষ্টা । এই সাংগঠনিক কমিটি মাননীয় প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হবে ।

তবে করোনা ভাইরাসের প্রকূপই আপাদত গুরুত্ব পাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে । ক্রীড়া প্রতিমন্ত্রীর সাফ কথা জনগণের স্বাস্হ্যগত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সবার আগে । তবে আসর নিয়ে পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপর । যেটিই হবে সেটি সরকার প্রধানের নির্দেশনাই হবে ।

Exit mobile version