করোনা ভাইরাস ইস্যুতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে । জনসমাগম এড়ানোর জন্য সুনির্দিষ্ট সরকারী নির্দেশন থাকলে ও গেমসের সাংগঠনিক কমিটির সভায় আসর স্থগিত করতে কোন সিদ্ধান্ত নিতে পারেন নি কর্মকর্তা ।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পরই দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত , জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ।
একনেক সম্মেলন কক্ষে বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ২য় সভার শুরুতে অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তফা কামালের এমন ব্ক্তব্য , জানালেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসর পেছানোর পক্ষে তিনি । তবে সভায় উপস্থিত কমিটির সদস্যরা এখনই এমন কোনো সিদ্ধান্তে নারাজ । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন , প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কেবল আসবে সিদ্ধান্তে পরিবর্তন । উনি প্রধান পৃষ্টপোষক এবং উপদেষ্টা । এই সাংগঠনিক কমিটি মাননীয় প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হবে ।
তবে করোনা ভাইরাসের প্রকূপই আপাদত গুরুত্ব পাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে । ক্রীড়া প্রতিমন্ত্রীর সাফ কথা জনগণের স্বাস্হ্যগত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সবার আগে । তবে আসর নিয়ে পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপর । যেটিই হবে সেটি সরকার প্রধানের নির্দেশনাই হবে ।