রোনালদোর হ্যাটট্রিকে সহজ জয় আল নাসরের

0
2


ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের ম্যাচে দামাক এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে সবগুলো গোলই আসে রোনালদোর পা থেকে। খেলা শুরুর মাত্র ২৬ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন পর্তুগিজ এই তারকা।

দামাকের বিপক্ষে ম্যাচের ১৮তম মিনিটেই গোল পান রোনালদো। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্বাগতিকদের ডি-বক্সে সামি আল নাজেইয়ের শট ফারুক শাফাইয়ের হাতে লাগায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পাঁচ মিনিট পর দ্বিগুণ হয় আল নাসরের ব্যবধান। সুলতান আল গান্নামের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইর থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান রোনালদো।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পূরণ হয় অসাধারণ ছন্দে থাকা রোনালদোর হ্যাটট্রিক। ৪৪তম মিনিটে পাল্টা আক্রমণে আয়মান আহমেদ ডি-বক্সে খুঁজে নেন তাকে। ফাঁকায় থাকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার বাকিটা সারেন অনায়াসে।

/এনএএস