ভার্জিনিয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্র্যাফিক পুলিশ কর্মকর্তা

0
2


ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ট্র্যাফিক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (২ মে) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রীতিমতো উড়ে এসে তাকে ধাক্কা দেয়। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ফেয়ারফ্যাক্স এলাকায় টহল দিচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। এ সময় হাইওয়েতে অপরদিক থেকে সজোরে ছুটে আসে একটি গাড়ি। সেটি দাঁড়িয়ে থাকা আরেকটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। সেখানে দুই গাড়ির মাঝে পড়েন ওই ট্র্যাফিক কর্মকর্তা। পুলিশের গাড়িতে থাকা ড্যাশক্যামে রেকর্ড হয়ে যায় পুরো দৃশ্য।

এ দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ট্র্যাফিক পুলিশ। তবে মারাত্মক জখম হয়েছেন নিয়ন্ত্রণ হারানো গাড়ির চালক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এএআর/