ইউক্রেনজুড়ে আবারও রাশিয়ার মিসাইল হামলা

0
2


ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে আবারও ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবহর। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরের এ অভিযানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, রুশ হামলার মূল টার্গেট ছিল বন্দর নগরী ওডেসা এবং উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভ। অঞ্চলগুলোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এবং লোকালয়ে অন্তত ১৫ দফা রকেট ও মিসাইল ছোঁড়া হয়। এতে বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে নিপ্রো-সামি-লভিভসহ আরও ৭টি শহরে ছোঁড়া হয়েছে একগুচ্ছ মিসাইল। এতে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি-স্থাপনা। তবে এখনই প্রাণহানির খবর নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

বাখমুত দখলে যখন প্রাণপণ লড়াই চলছে; ঠিক সেই মুহূর্তে বিশালাকার অভিযান চালালো পুতিন সেনারা। মাত্র একদিন আগেই, মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক জানিয়েছিলেন- আরও এক বছর যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা রাশিয়ার। কিন্তু বড় আগ্রাসন চালানোর সক্ষমতা নেই।

এএআর/