করোনার প্রভাবে জুম্মার নামাজেও জনশূন্য মক্কা

0
5
মক্কা

বিশ্বে কোভিড নাইনটিনে আক্রান্ত সংখ্যা লাখ ছাড়লো। ৯৭টি দেশে প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত এক লাখ দুই’ হাজারের বেশি, মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের ।

শুধু ইতালিতেই ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪৯ জনের। যুক্তরাষ্ট্রে ও দ্রুত অবনতি ঘটছে পরিস্থিতির, কোয়ারেনটাইনে থাকা প্রমোদতরীতে মিলেছে ভাইরাসের উপস্থিতি। বিস্তার ঠেকাতে ৮৩০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ করেছে ট্রাম্প প্রশাসন।

সপ্তাহের অন্যান্য দিনে ও যেখানে লাখো মুসল্লির ভীড় থাকে । সেখানে জুমার দিনেই এমন জনশূন্য পবিত্র কাবা । করোনা আতঙ্কে সৌদি সরকারের কড়াকড়িতে বিরুল এ দৃশ্য দেখা মেলে শুক্রবার ।

কেবল মধ্য প্রাচ্য নয় প্রায় ১০০ দেশে সংক্রমন সনাক্তের পর করোনার বিস্তার ঠেকাতে বিশ্ব জুড়ে রয়েছে নানা প্রস্তুতি । তবে দিনে দিনে বেড়েই চলেছে সংক্রমন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইতালির। ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু ৪৯ জনের। নতুনভাবে আক্রান্ত ৭ শতাধিক।

কোভিড নাইনটিনে মৃত্যু হার এখানে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু দেখলো ইতালি। গবেষনায় দেখা গেছে আক্রান্তদের সবার বয়সই ৬০-৯৫ বছরের মধ্যে। তাদের আগের শারীরিক জটিলতা থাকার কারণে কোভিড নাইনটিনে সহজেই কাবু করেছে।

চীনের বাইরে সবচেয়ে বেশী আক্রান্ত দক্ষিন কোরিয়ায়। তবে দেশটিতে মৃত্যুহার সবচেয়ে কম। পূর্ব প্রস্তুতি আর আগে ভাগে সনাক্তের সাফল্যকে কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। সংক্রমন ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে ও। এরজন্য বড় অঙ্কের তহবিল গঠন করেছে ট্রাম্প প্রসাশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহবান করেছে। সংক্রমনের হার বাড়ছে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিকারের ব্যবস্থা ও গ্রহন করা হয়েছে। গবেষনা ও প্রতিষেধক আবিষকারের বিষয়গুলোর জন্য ৮৩০ কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে ।