আ. লীগ টাকা দিয়ে আগামী নির্বাচনও কিনতে চায়: মির্জা ফখরুল

0
3


মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

আওয়ামী লীগ টাকা দিয়ে আগামী নির্বাচনও কিনে নিতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, এই সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট করা। দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের। এজন্য তারা বিদেশে প্রাসাদ তৈরি করে বিলাসী জীবনযাপন করছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমানে প্রতারণা ছাড়া আওয়ামী লীগের আর কোনো কৌশল নেই।

ভারতের আদানি গ্রুপের সঙ্গে সরকারের করা বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল। জ্বালানি খাতের ইনডেমনিটি ‘ল’ বাতিল করে এই খাতের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

/এমএন