মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার জব্বার মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির মালিকের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের আবাসিক এলাকা বিরামপুরে এই ঘটনাটি ঘটে।
আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানান, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিরন সিং।
এই ঘটনায় কেউ হতাহত হয় নি বলে জানা গেছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় ৪টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। সবাইকে সতর্ক থাকার কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।