মগবাজারে আগুন কেড়ে নিল পুরো একটি পরিবার

0
6
আগুন

রাজধানীর মগবাজারে একটি ভবনের গেরেজে আগুনের ঘটনায় চিকিৎসাধীন শহীদুল ইসলাম কিরমানি রনিও চলে গেলেন না ফেরার দেশে। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সচালে মারা যান তিনি। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। গতকাল মারা যান তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসও। এর আগে মারা যায় তাদের চার বছরের ছেলে রোশদ্বী।

বৃহস্পতিবার গেরেজে লাগা আগুনে মারা যায় শহীদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসের চার বছরের ছেলে রোশদ্বী, এইচ এস সি পরীক্ষার্থী আফরিন জাহান জুতি ও আব্দুল কাদের লিটন।

আগুনে বিস্ফোরিত হয় একটি গাড়ির সিলিন্ডার। এতে বেড়ে যায় আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়ে আরো দ্রুত। পুরোপুরি পুড়ে যায় গেরেজে থাকা পাঁচটি প্রাইভেট কার ও দুটি মোটর সাইকেল।

পুরো পরিবারের এই ঘটনায় শোকাহত তাদের স্বজনরা। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

স্বজনদের দাবি এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, আগুন লাগার পর আগুন নেভাতে কয়েক ঘন্টা যাতে অপেক্ষা না করা লাগে তার ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে শহীদুল ইসলামের স্বজনরা।


ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মায়ের মৃত্যু


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari