ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের সাথে শ্রমিকদের সমঝোতার বিষয়ে কোনো অনৈতিক কিছু হয়েছে কিনা তা দুদক খতিয়ে দেখবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবী ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগে আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।
মঙ্গলবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কাছ থেকে ১৬ কোটি টাকা ফিস নেয়ার কথা প্রতিবেদন আকারে হাইকোর্টে জানিয়েছেন শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলী। এ প্রতিবেদনে বলা হয়, ট্রেড ইউনিয়নের অ্যাকাউন্টে ২৬ কোটি টাকা জমা হলেও অবশিষ্ট ১০ কোটি টাকা ট্রেড ইউনিয়নের কাছেই রয়েছে।
এ সময় আদালত জানান, ড.ইউনুস ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সমঝোতা বিষয়ে কোনো অনৈতিক কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখবে দুদক।
ইউএইচ/