Site icon Amra Moulvibazari

ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মায়ের মৃত্যু

ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মায়ের মৃত্যু

রাজধানীর মুগধায় ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মারা গেছেন তারিনা বেগম লিপা। ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক জানান মাথায় অতিরিক্ত রক্তকরণে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় মুগধা থানায় মামলা করেছেন নিহতের স্বামী।
ছিনতাইকারীদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে ডিএমপি।

ঢাকা মেডিকেলে চলছে স্বজনদের আর্তনাদ। মাকে হারিয়ে দিশেহারা ছেলে শাহরিয়ার ও নাজিফা। ঢাকার বাসাভো থেকে সিলেট ফিরছিলেন লিপা। শনিবার ভোরে দুটি আলাদা রিক্সায় স্বামী সহ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। কমলাপুর স্টেডিয়ামের কাছে পৌছালে প্রিভেটকার থেকে লিপার হাতে থাকা ব্যাগ টান দেয় ছিনতাইকারী। এ সময় রিক্সা থেকে পড়ে মাথে ফেটে অজ্ঞান হয়ে যান তিনি।

আহত লিপাকে প্রথমে মুগধা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল এ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রেন এ অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু ঘটেছে বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় ছিনতাইকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডিএমপি।

এদিকে ময়নাতদন্ত শেষে লিপার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version