ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মায়ের মৃত্যু

0
14

রাজধানীর মুগধায় ছিনতাইকারী ব্যাগ টান দেয়ায় রিক্সা থেকে পড়ে মারা গেছেন তারিনা বেগম লিপা। ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক জানান মাথায় অতিরিক্ত রক্তকরণে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় মুগধা থানায় মামলা করেছেন নিহতের স্বামী।
ছিনতাইকারীদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে ডিএমপি।

ঢাকা মেডিকেলে চলছে স্বজনদের আর্তনাদ। মাকে হারিয়ে দিশেহারা ছেলে শাহরিয়ার ও নাজিফা। ঢাকার বাসাভো থেকে সিলেট ফিরছিলেন লিপা। শনিবার ভোরে দুটি আলাদা রিক্সায় স্বামী সহ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। কমলাপুর স্টেডিয়ামের কাছে পৌছালে প্রিভেটকার থেকে লিপার হাতে থাকা ব্যাগ টান দেয় ছিনতাইকারী। এ সময় রিক্সা থেকে পড়ে মাথে ফেটে অজ্ঞান হয়ে যান তিনি।

আহত লিপাকে প্রথমে মুগধা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল এ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রেন এ অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু ঘটেছে বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় ছিনতাইকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডিএমপি।

এদিকে ময়নাতদন্ত শেষে লিপার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।