শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক-মানবতাবাদী নেতা: কাদের

0
3


শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী নেতা। কিন্তু দেশে এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প রয়েছে, যা থেকে জাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলার ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গঠনের লড়াই এখনো চলছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, শেরে বাংলা রাজনীতি করতেন মানুষের জন্য। মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করেছেন তিনি। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব তার জীবনের অন্যতম কাজ। এ সময় আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ইউএইচ/