রাজধানীর নিউ সুপার মার্কেটের মধ্যে আর কোনো আগুন নেই। আজ রোববারই (১৬ এপ্রিল) সেটি মার্কেট কমিটির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অবশ্য শনিবার গভীর রাতেও পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট আগুনের সন্ধান পান ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস এবং নিজেদের চেষ্টাতেই সে আগুন নেভাতে সক্ষম হন তারা।
এদিকে, এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে পার্শ্ববর্তী চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৪০ এ রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এর কিছুক্ষণ পর উদ্ধারকাজে যোগ দেয় সেনা ও নৌ বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর জন্য প্রস্তুত ছিল বিমান বাহিনীও। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ১০ ইউনিট বিজিবি।
ব্যবসায়ীরা বলছেন, শনিবারের আগুনে প্রায় ২০০ দোকান পুড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত মালামাল ছিল।
এসজেড/