সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নুর আকতার সরকার। মঙ্গলবার মাগরিবের নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে তার মরদেহ দিনাজপুর নিয়ে যাওয়া হবে। বুধবার (৩ মে) দিনাজপুরে জানাজার নামাজ শেষে পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
নুর আকতারের মৃত্যুর সংবাদ পেয়ে জমির উদ্দিন সরকারের ধানমন্ডির বাসায় ছুটে গেছেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ আইনজীবীগণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রী নুর আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউএইচ/