বেরিয়ে এসেছে পাপিয়ার বস্তা ভর্তি টাকার রহস্য | Shamima Nur Papiya

0
12
পাপিয়া

নরসিংদী জেলা যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার পাপের সম্রাজ্যের সঙ্গে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেনেন্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

এদিকে মঙ্গলবার রাজধানীর লাল মোহন শাহ স্ট্রিট থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ক্যাসিনো থেকে আয় করা। তবে এই টাকা এনু – রূপণের নাকি কেউ তাদের কাছে এই টাকা গচ্ছিত রেখেছে তা এখনো স্পষ্ঠ নয় বলেও জানিয়েছেন তিনি।

২২ ফেব্রুয়ারি র‍্যাবের হাতে গ্রেফতারের পর এখন থানা পুলিশের কাছে ১৫ দিনের রিমান্ডে নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী।
এ অবস্থায় জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত সূত্র বলছে যুব মহিলা লীগের শীর্ষ স্থানীয় দুই নেত্রী এবং এক সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্যের আশ্রয় প্রশ্রয়ে বেপড়োয়া হয়ে উঠে পাপিয়া।

এদের হাত ধরে রাজনৈতিক আমলা সহ, বিভিন্ন রাঘব বোয়ালের সঙ্গে সখ্য হয় তার। এই প্রেখ্যাপটে র‍্যাব সদর দপ্তরে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক নামই শুনছেন তারা। ছাড় দেয়া হবে না অবৈধ কাজের দোসরদের। তবে তার বৈধ ব্যবসার সাথে জড়িত কাউকে হয়রানি করা হবে না।

এছাড়া মঙ্গলবার নারিন্দার লাল মোহন শাহ স্ট্রিটের সাবেক আওয়ামীলীগ নেতা দুই ভাই এনু – রূপণের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ক্যাসিনোর বলে নিশ্চিত হওয়া গেলেও তারাই এই টাকার মালিক কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান র্যাব কর্মকর্তা।

প্রশ্নের জবাবে তিনি জানান, পাপিয়ার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত নিজেরাই করার জন্য করেছে র‍্যাব।


নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতো যুবলীগ নেত্রী পাপিয়া – র‌্যাব


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari