যুক্তরাষ্ট্রে সন্তানের ছোড়া গুলিতে মায়ের মৃত্যু

0
3


ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তিন বছরের শিশুর ছোড়া গুলিতে দুর্ঘটনাক্রমে তার মা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ ক্যারোলিনায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ইউএসএ টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শিশুটি একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্র নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে এবং তার জন্মদাত্রী মায়ের মর্মান্তিক মৃত্যু হয়।

স্পার্টানবার্গের বাসিন্দা নিহত ওই মায়ের নাম কোরা লিন বুশ। দুর্ঘটনার পর ৩৩ বছর বয়সী কোরাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে দুই ঘণ্টা পরে তিনি মারা যান।

উল্লেখ্য, চলতি বছরে যুক্তরাষ্ট্রে খেলাচ্ছলে শিশুদের মাধ্যমে অন্তত ১৯৪টি গুলির ঘটনা ঘটেছে। এতে ৮২ জনের মৃত্যু ও ১২৩ জন আহত হয়েছে।

/এনএএস