ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ দিলো রাশিয়া

0
3


জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশন। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। সাধারণ পরিষদে উত্থাপিত ওই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। এতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানায় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

জানা গেছে, জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানায় সংস্থাটি। সাধারণ পরিষদের অধিবেশনে এ সংক্রান্ত ভোটাভুটিতে বাংলাদেশ, ভারত, চীনসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

অন্যদিকে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ দেশ। এ তালিকায় ছিল ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমের অধিকাংশ রাষ্ট্র। আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়াসহ ৭ দেশ। এদের প্রত্যেকেই রাশিয়ার মিত্র বলে পরিচিত।

এএআর/