চীনের শান্তি প্রস্তাবে আলোচনার আগ্রহ জানালেন পুতিন

0
1


ইউক্রেন ইস্যুতে চীনের দেয়া শান্তি প্রস্তাব নিয়ে দেশটির সফররত প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। খবর এপির।

সোমবার (২০ মার্চ) ক্রেমলিনে চীনা রাষ্ট্রপ্রধানের সাথে প্রাথমিক সাক্ষাতে এ কথা জানান পুতিন। সংঘাত বন্ধে বেইজিংয়ের উদ্যোগকে স্বাগত জানান তিনি। আলোচনার জন্য মস্কোর দরজা সবসময় উন্মুক্ত বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

অনানুষ্ঠানিক এ বৈঠকে দ্বীপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও পারস্পারিক সহায়তার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন দুই নেতা। এছাড়া তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে স্বাগত জানান ভ্লাদিমির পুতিন। এর আগে দুই দিনের সফরে সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে মস্কো পৌঁছান শি জিনপিং। দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক হবে মঙ্গলবার।

/এমএন