সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের সময় গায়ে উঠে পড়লো গাড়ি

0
2


সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের সময় গায়ে উঠে পড়লো গাড়ি। নাটকীয় এই দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের হিউস্টন শহর। খবর রয়টার্সের।

স্থানীয় কফিশপে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন রেডিও’র দুই কর্মী নাথান রিভেস ও অ্যালেক্সি রেইস। হঠাৎ-ই পেছন থেকে বেপোরোয়া একটি গাড়ি ধাক্কা দেয় কাঁচে। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় দেয়াল। অবশ্য অক্ষত ছিলেন রেডিও’র দুই কর্মী।

এটিএম/