টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন

0
5
আগুন

টঙ্গীর মিলগেট এলাকার নামাবাজারের মার্কেটে লাগা আগুন প্রায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিস। দুপুরে কো-অপারেটিভ বিএমপি মার্কেটের একটি তুলার গোডাউনে আগুনটি লাগে।

মুহুর্তেই তা আশেপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেট সংলগ্ন একটি বস্তিতেও আগুনটি ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে। পরে আরো চারটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোতে।

স্থানীয়রা জানান এই মার্কেটটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তিন মাস আগেও একবার আগুন লেগেছিল। ঘাস জমির উপর কোনো ধরণের অনুমতি ছাড়াই নির্মিত এই দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগও অবৈধ বলে জানায় স্থানীয়রা।

বেলা ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আগুনটি পুরোপুরি নেভাতে রাত ১০-১১ টা হতে পারে।
এখনো অনেক কক্ষে ধোয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে। তাই কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না।

যে সরকারি জমিতে এই মার্কেট গুলো তা সম্পূর্ণ অবৈধ। কয়েকবার তাদেরকে নোটিশ দেয়া হলেও তারা সেটার তোয়াক্কা না করেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
সিটি কর্পোরেশন থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও তারা নিষেধাজ্ঞা মানে নাই। এরা সবাই স্থানীয় প্রভাবশালীদের তত্ত্বাবধানে তুলার ব্যবসা করছে।

ফায়ার সার্ভিস বলছে, অপরিকল্পিত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং পানি স্বল্পতার কারণে এইরকম বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ভারত সফর উপলক্ষে ট্রাম্পের পূজা করছেন এক ভারতীয়


Facebook : Amra Moulvibazari