ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়েই ভারতে ইইউ প্রধান!

0
1


ছবি: সংগৃহীত

ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার ভারত সফর করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

সোমবার (২৫ এপ্রিল) এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসেন তিনি। এদিন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে সম্মত হন তারা।

মূলত ইউক্রেন সংকটকে পুঁজি করে মস্কো-দিল্লি সম্পর্ক অবনতি ঘটানোর লক্ষ্যেই পশ্চিমাদের এ সফর বলে মনে করা হচ্ছে। এছাড়া সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কমানোও তাদের লক্ষ্য- এমনটাই বলছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন শাহবাজ

ইউক্রেনে-রাশিয়া সংকট শুরুর পর, পশ্চিমা চাপের মধ্যেও রুশ আগ্রাসনের নিন্দা জানানো থেকে বির‍ত রয়েছে ভারত। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করায় উদ্বেগ জানায় পশ্চিমারা।

জেডআই/