ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে লেস্টারসিটিকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।
ঘরের মাঠে পাঁচ মিনিটেই স্টোনসের চমৎকার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১৩ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। ডি বক্সে জ্যাক গ্রিলিশের ক্রসে বল লেস্টারের উইলফ্রেড এনডিডির হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন হল্যান্ড।
মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে কেভিন ডে ব্রুইনে পাস দেন নরওয়ের তারকাকে। বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফুটবলার।
প্রিমিয়ার লিগ যুগে এক আসরে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৩৪ গোলের যৌথ রেকর্ড ছোঁয়ার আরও কাছে চলে গেলেন তিনি।
/এনএএস