ভয়াবহ ধূলিঝড়ের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য। একটি-দু’টি নয়। একসাথে দুর্ঘটনার কবলে পড়ে ৭০টির বেশি গাড়ি। আর, এতে প্রাণ যায় কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঝড়ের কারণে প্রায় দু’মাইল এলাকা জুড়ে অচল হয়ে পড়ে জীবনযাত্রা। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
সোমবার (১ মে) ইলিনয়ের স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে তীব্র ধূলিঝড় বয়ে যায় রাজ্যটির মন্টেগোমারি কাউন্টিতে। কয়েক মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। দিনের বেলা হেডলাইট জ্বালিয়েও দেখা যাচ্ছিলো না কিছুই। দৃষ্টিসীমায় না থাকায় একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সড়ক ছেড়ে পাশের ঢালে নেমে যায় কিছু গাড়ি। আগুনও ধরে যায় দু’টি ট্রাকে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ইলিনয় পুলিশের সদস্য রায়ান স্টারিক বলেন, দুই মাইল এলাকার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। ৭০টির বেশি বিভিন্ন ধরনের গাড়ি আটকে পড়ে। এখনও অনেক গাড়ি সরিয়ে নেয়া সম্ভব হয়নি।
ইলিনয়ের জরুরি সেবা অধিদফতরের পরিচালক কেভিন স্কট বলেন, আগে কখনও হয়নি এমন জটিল একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে।
প্রসঙ্গত, পরিস্থিতি স্বাভাবিক হবার পর গাড়ি সরিয়ে রাস্তা খালি করতে কাজ করছে জরুরি বিভাগ। এতে রাজ্যটির বেশ কিছু মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।
/এসএইচ