ইমরান হাসান মারজানঃ শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারোয়ার কম্পিউটার কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
শ্রীমঙ্গলের পুরানগাঁও এ উক্ত খেলাটির শুভ উদ্বোধন অনুষ্ঠান সাজিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা” ডা.মো.একরামুল কবীর।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য সিন্দুর খাঁন ইউপি, মো জসিম উদ্দিন, অধ্যক্ষ সাউথ বালিশিরা কেজি স্কুল, মোশাহিদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ , পারভেজ আহমেদ, সদস্য সিন্দুর খাঁন বাজার ব্যবস্থাপনা কমিটি, আব্দুল মতিন, কাউছার আহমেদ, আল-আমিন, প্রমুখ।
খেলাটি নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব বনাম ঘাটিবস্তি স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্টিত হয়। খেলা পরিচালনায় ছিলেন আব্দুল বাছির।