টানা তৃতীয়বার দীর্ঘতম দাড়ির বিশ্বরেকর্ড গড়লেন সারওয়ান

0
3


ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো বিশ্বের দীর্ঘতম দাড়ির রেকর্ড গড়েছেন সারওয়ান সিং। তিনি কানাডার সারে অঞ্চলের বাসিন্দা। ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা দাড়ি সারওয়ান সিং’র। খবর ফক্স নিউজ’র।

রেকর্ডের তথ্যটি গত ২২ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে। 

২০০৮ সালে ৭ ফুট ৯ ইঞ্চি দাড়ি নিয়ে সারওয়ান প্রথম দীর্ঘতম দাড়ির রেকর্ডটি গড়েন। এরপর সুদীর্ঘ ১৫ বছর ধরে তিনি এই রেকর্ডটির মালিক। চলতি মাসে গিনেস কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো তার দাড়ি মাপেন। এবার ২০০৮ সালের তুলনায় দাড়ি লম্বায় ছয় ইঞ্চি বৃদ্ধি পাওয়ায় নিজের রেকর্ডকে নিজেই ছাড়িয়ে গেলেন সারওয়ান। 

নিজের রেকর্ড সম্পর্কে সারওয়ান সিং জানান, ১৭ বছর বয়স থেকে তার দাড়ি ওঠা শুরু করে। এরপর তিনি আর কখনোই দাড়ি কাটেননি। একজন শিখ হিসেবে এটিই তার করণীয়। 

সারওয়ান সিং এর আগে দীর্ঘতম দাড়ির রেকর্ডটি ছিল সুইডেনে বিরজার পেলাস নামের এক ব্যক্তির দখলে। তার দাড়ির দৈর্ঘ্য ছিল ৫ ফুট ৯ ইঞ্চি।

/এনএএস