কাদিজের বিপক্ষে রিয়ালের জয়

0
2


ছবি: সংগৃহীত

লা লিগায় কাদিজের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

করিম বেনজেমা-রদ্রিগো-মার্কো আসেনসিওদের আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে কাদিজ গোলরক্ষকের বাঁধে। পোস্ট ও ক্রসবারও বাধ সাধে।

ফরোয়ার্ডদের ব্যর্থতার মিছিলে দলকে পথ দেখান ডিফেন্ডার নাচো ফার্নান্দেস। খুব কষ্টের জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সাথে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। ।

শিরোপা লড়াইয়ে অবশ্য এখনও বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।

/এনএএস