প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তাকে বাস্তবসঙ্গত নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নিত্যপণ্যের চড়া দামে চাপে আছে দরিদ্র, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। প্রস্তাবিত বাজেটে তাদের জন্য কোনো সুখবর নেই বলেও মনে করে সংস্থাটি।
উচ্চমূল্যস্ফীতি, ডলারের দামে অস্থিরতা, বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতাসহ, ৬টি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কিন্তু মোকাবেলায় কার্যকর কোনো উদ্যোগ নেই। এছাড়া পাচার করা অর্থ ফেরত আনার সুযোগ দেওয়াকে অনৈতিক উল্লেখ করে সিপিডি বলছে এটিও সমর্থনযোগ্য নয়।
এছাড়া মূল্যস্ফীতি বাড়লেও করমুক্ত আয়সীমা বাড়েনি বরং বিত্তবানদের অনেক ক্ষেত্রে সুবিধা দেয়া হয়েছে। সিপিডি বলছে, স্বাস্থ্য ও শিক্ষাখাতে প্রকৃত বরাদ্দ কমেছে।
এদিকে করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দরিদ্র মানুষের সংখ্যা বাড়লেও বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো হয়েছে। যাকে কোনোভাবেই কাম্য মনে করছে না সিপিডি।
/এডব্লিউ