দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং ফাইট নাইট। এবারের প্রতিযোগিতায় ইংল্যান্ড, ফ্রান্স, ভারত ও থাইল্যান্ডের বক্সাররা অংশগ্রহণ করবেন। এদের বিপরীতে লড়বেন বাংলাদেশি বক্সাররা।
বিখ্যাত পেশাদার নারী কিকবক্সার রুকসানা বেগমের পাশাপাশি বাংলাদেশি বক্সার সুরো কৃষ্ণ চাকমা, আল আমিন এবারের ফাইট নাইটে অংশ নেবেন। মোট ১৪ জন প্রতিযোগী বিভিন্ন ওজনের ৭টি শ্রেণিতে এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি পেশাদার কিকবক্সার রুকসানা বেগম বলেন, বাংলাদেশে প্রতিযোগিতা করা আমার জন্য সত্যিই আনন্দের। লন্ডনে থাকলেও আমার শিকড় বাংলাদেশে।
এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস এই প্রতিযোগিতার আয়োজক। সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতাটি শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হবে।
/এমএন