গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তালিমপুর তেলিহাটি হাইস্কুল মাঠে জনসভায় উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষ আগেই মাঠে জড়ো হয়েছেন। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে মাঠে প্রবেশ করেন নেতাকর্মীরা। রঙ-রংয়ের নানা প্ল্যাকার্ড হাতে, স্লোগান দিয়ে মিছিল সহকারে সমাবেশ আসেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনসভাস্থল তালিমপুর তেলিহাটি হাইস্কুল মাঠসহ গোটা গোপালগঞ্জকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। জনসভা শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এম ই