বিশ্ব বিদ্যালয় পড়ুয়া মেয়ের খোঁজ নিতে মা এসেছিলেন ছাত্রী নিবাসে। তার সামনে ডেকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী লিওনাকে র্যাগিং এর নামে নির্যাতন করে সিনিয়র ছাত্রীরা।
নির্যাতনে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইমরান নামে আরেক শিক্ষার্থীও র্যাগিং এর শিকার হয়ে বর্তমানে মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
র্যাগিং য়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।
নিজের সামনে থেকে ডেকে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে র্যাগিং করা হয়।
সে ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা সুলতানা জাফরিন নিগার। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। র্যাগিং মুক্ত ক্যম্পাসের দাবিতে রোববার সকালে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিশ্ব বিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে জড়ো হন তারা।
শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষকরাও।
গত বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ফারহানা রহমান লিওনা ও কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরানকে আচরণ শেখানোর নামে র্যাগিং করা হয়। এতে প্রচন্ড মানসিক চাপে তারা অসুস্থ হয়ে পড়েন।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।