গুলশান থানার একটি হত্যা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মনিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে গুলশান ও যাত্রাবাড়ী থানার হত্যা, জমি দখলসহ মোট তিনটি মামলা রয়েছে।
/আরএইচ