শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

0
4


ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় শ্বশুর বাড়িতে সুমন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্ত্রী রুপা ও শাশুড়ি রোকেয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভূল্লী থানার ওসি একে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি জানান, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের আদর্শ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমনের সাথে পার্শ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলা পট্রি গ্রামের জামালের মেয়ে রুপার (২১) সাথে এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সুমন শ্বশুর বাড়িতে গেলে রাত ৮টায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ভূল্লী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এজাহার দিলে পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। সুমনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/