‘কারাগার’ নিয়ে আসছেন চঞ্চল

0
5


হইচইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

২০২০ এর ডিসেম্বরে সৈয়দ আহমেদ শাওকি এবং সালেহ সোবহান অনিমের পরিচালনায় মুক্তি পায় ওয়েব সিরিজ ‘তাকদীর’। আলোড়ন তোলা সিরিজটির দারুণ সাফল্যের পর জনপ্রিয় এ পরিচালক জুটি আবারও আসছেন হইচইয়ের অরিজিনাল সিরিজ ‘কারাগার’ নিয়ে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘কারাগার’ এ চঞ্চল চৌধুরীর চরিত্রের ফার্স্টলুক। প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

জানা গেছে, কারাগারে কয়েদী নম্বর ১৪৫ এর চরিত্রের সাথে খাপ খাইয়ে নিতে বেশ অনেকটা ওজন ঝরাতে হয়েছে চঞ্চলকে। এমন বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে আগে কখনও দেখা যায়নি চঞ্চলকে। ‘কারাগার’ এ চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিন, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

‘কারাগার’ নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘কারাগার’ আমার অন্যান্য কাজগুলো থেকে বেশ অনেকটাই আলাদা। এর গল্প বেশ ইন্টারেস্টিং, আর চরিত্রটিও আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্রকে ক্যামেরায় ফুটিয়ে তুলতে হলে সবকিছু নিখুঁত হতে হয়, আমি এ চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেয়াসহ কস্টিউমের জন্যও অভাবনীয় পরিশ্রম করতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম যে আমরা কি করতে চাচ্ছি। দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।

সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকির জানান, ‘কারাগার’ আজ পর্যন্ত আমাদের করা সবচেয়ে উচ্চাভিলাষী কাজ। কারাগার আমাদের লেখা সবচেয়ে বড় চিত্রনাট্য। এতে রহস্যের সাথে আছে ইতিহাস আর নাটকীয়তা। অভিনয়ের পাওয়ার হাউস সব শিল্পীদের আমার সেটে পেয়েছি। এটা সত্যিকার অর্থেই একটি ড্রিম কাস্টিং। এরকম শিল্পীদের এক সঙ্গে পারফর্ম করতে দেখাটা অন্যরকম একটি আনন্দের ব্যাপার।

জানা গেছে, ‘কারাগার’ এর গল্প আকাশনগর সেন্ট্রাল জেল নিয়ে। যেখানে ৩২৫ জন কয়েদি থাকেন। একদিন কয়েদি গণনার সময় দেখা গেল কারাগারে একজন অতিরিক্ত কয়েদি আছেন। কয়েদি কম হলে নিঃসন্দেহে তা চিন্তার বিষয়, আর আসামি বেশি হলে তা আরও বেশি চিন্তার বিষয়। কে এই কয়েদি? যে সেল গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেলে সে এলোই বা কীভাবে? এ প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ‘কারাগার’ এর মুক্তি পর্যন্ত।

/এসএইচ