মৌলভীবাজারের রাজনগরে আসছেন মিজানুর রহমান আজহারী

0
7
মিজানুর রহমান আজহারি

আগামী ১৩ই ফেব্রুয়ারী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর থানার ভাঙ্গারহাট হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০ তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল।

জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের অনুমতিক্রমে এখানে গতবছরের মতো এবারও উপস্থিত থাকবেন বর্তমানের আলোচিত বক্তা তারুণ্যের আইডল মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব।

মাহফিলের পোস্টার
মাহফিলের পোস্টার

অনেক বাধা বিপদ কাটিয়ে সফল হচ্ছে রাজনগর উপজেলার এই ঐতিহাসিক মাহফিল, যার অপেক্ষায় পুরো সিলেট বাসী, সিলেট বিভাগে মাহফিল বন্ধ হলেও মৌলভীবাজার জেলায় সফল হলো।

মহিলা মাহফিল সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। মহিলা মাহফিলে আলোচনা করবেন ঢাকার আলোচক দেলওয়ার হোসেন নূরী।

দুপুর ২ টার পর পরবর্তী তাফসির শুরু হবে। বাদ আছর বয়ান পেশ করবেন ঢাকার কাংখিত সফি উল্লাহ ও মাগরীবের পর এমদাদুল হক সুলতানি।

উনাদের পর তাফসীর পেশ করবেন আমাদের সিলেট বাসী ও সারা বাংলার তরুণ, যুবক, বৃদ্ধ যার জন্য হৃদয়ের উজার করা ভালোবাসা, যুবকদের আইডল, কোটি লোকের ভালোবাসা ড. মিজানুর রহমান আজহারী

মাহফিলকে কেন্দ্র করে উৎসব মূখর হচ্ছে রাজনগর উপজেলা। মাদরাসার পাশে তৈরী হচ্ছে বিশাল আকারের প্যান্ডেল। যেখানে লক্ষাধিক মানুষ বসে আলোচনা শুনতে পারবে। মাহফিলে মোট চারটি প্রজেক্টর থাকবে।

মাহফিল থাকছে সিলেট বিভাগের সুনামধণ্য সাউন্ড সিস্টেম ( সুরমা মাইক ) সিলেট, আম্বরখানা।

তাছাড়া মাহফিলে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা ও ডিসিপ্লেন ম্যান্টেইন করার জন্য আইনশৃঙ্গলা বাহিনীর পাশাপাশি থাকবে প্রায় তিন শতাধিক সেচ্চাসেবক।

প্যান্ডেলের পশ্চিম পাশে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা করা হচ্ছে, যেখানে সহস্রাধিক গাড়ি রাখা যাবে। এবং মোটরসাইকেল এর জন্য মাদ্রাসা মাঠে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। প্রায়োজনে ভাঙ্গারহাট বাজারেও সাইকেল রাখার ব্যবস্থা করা হবে।

(যেহেতু মাহফিলে যাওয়া রাস্তা টা মনু নদীর বাধের উপর, সেহেতু ড্রাইভারকে বলবেন সচেতনতার সাথে গাড়ি চালানোর জন্য, বাধের উপর নির্মিত রাস্তা গুলো সাধারণত ঝুকিপূর্ণ থাকে)।

পাশাপাশি হোটেল রেস্তোরাঁর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে মাহফিলের দক্ষিণ পাশে রাস্তার কিনারায়। পুরো মাহফিল সরাসরি সম্প্রচার করবে মৌলভীবাজার কেবল সিস্টেম এমসিএস।

রাজনগর বাসি এক বুক ভালোবাসা, আশা নিয়ে আছে ১৩ ফেব্রুয়ারির জন্য, সফল হোক উক্ত মাহফিল।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর থানায় এ যেন এক আনন্দের সময় কাটাছে রাজনগর বাসি আর অপেক্ষায় আছেন ১৩ ফেব্রুয়ারির।

সকল মুসলিম – অমুসলিম ভাই বোনের দাওয়াত রইলো ১৩ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার রাজনগরের ভাংগারহাটের মাহফিলে।

 


আসুন হিংসা-বিদ্বেষ ভুলে দ্বীনি বন্দনে আবদ্ধ্ব হই- আজহারী


Connect with us on Facebook :