সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নাজিমগঞ্জ-রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত চালক কবীর হোসেন (৪০) উপজেলার শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে।
মথুরেশপুর ইউনিয়নের ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন জানান, নাজিমগঞ্জ থেকে রড বোঝাই করে গোয়ালপোতার উদ্দেশে যাচ্ছিলেন ইঞ্জিনভ্যান চালক। পথিমধ্যে আতাপুর নামক স্থানে পৌঁছালে টায়ার পাংচার হয়ে ভ্যানটি উল্টে চালক নিচে চাপা পড়ে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই ভ্যানচালক চাপা পড়ে মারা যায়। নিহতের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএইচ/