চিত্তবিনোদন বা শুধু পরিতৃপ্তির জন্য ভ্যাপিংয়ের ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। মঙ্গলবার (২ মে) এই ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। খবর বিবিসির।
এ সংক্রান্ত একটি বিবৃতিতে মার্ক বাটলার জানান, নতুন প্রজন্মের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ভ্যাপ গ্রহণের প্রবণতা। পরোক্ষভাবে মাদকের প্রতি আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। স্বাস্থ্যমন্ত্রী জানান, সর্বোত্তম মান বজায় রাখার প্রতি গুরুত্ব দেবে প্রশাসন। ততোদিন পর্যন্ত ফার্মেসিতে বন্ধ থাকবে ভ্যাপিং কিট ক্রয়বিক্রয়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
অস্ট্রেলিয়ায় নিকোটিন ভ্যাপ কেনার জন্য সাধারণত চিকিৎসকের অনুমতিপত্র বা প্রেসক্রিপসন লাগে। কিন্তু কালো বাজারে দেদারসে সেটি বিক্রি হচ্ছে। পরিসংখ্যান বলছে, ১৪ থেকে ১৭ বছর বয়সী প্রতি ছয়জন অস্ট্রেলীয়র একজন ব্যবহার করেন ভ্যাপ। ই-সিগারেট হিসেবে জনপ্রিয় ভ্যাপ দিয়ে তরল নিকোটিন গ্রহণ করেন ধূমপায়ীরা, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মূলত সিগারেটের ধোঁয়া থেকে সৃষ্ট দূষণ কমাতেই বাজারে আনা হয়েছিলো ভ্যাপ। কিন্তু স্বাস্থ্যবিদরা বলছেন, তাতেও রয়েছে দীর্ঘ মেয়াদে অসুস্থ হওয়ার ঝুঁকি।
এসজেড/