ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
2


দুর্ঘটনা কবলিত ভ্যান।

ফরিদপুর প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে এই ঘটনা ঘটে।

নিহত দু’জনের একজন ভ্যানচালক জামাল শেখ (৬০) এবং অপরজন ভ্যানটির যাত্রী রুবিয়া বেগম (৫০)। নিহত দু’জনের বাড়ি মেছোড়দিয়া এলাকায়।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কিংকন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

এসজেড/