কোমল মনে এমন আঘাত আর অপমানের কথা মনে করেই দু-চোখ বেয়ে জল নেমে আসে নীলফামারির জলঢাকা উপজেলার গাবরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কাজলী রাণী রায়ের।
বনভোজনের পুরো ২৫০ টাকা দিতে না পারায় স্কুলের শিক্ষকরা পাঠ্যবই ফেরত নিয়ে স্কুল ত্যাগের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই অভিযোগ, অপমান সহ্য করতে না পেরে কাজলীর বাবা কৃষ্ঞ চন্দ্র রায় তার মেয়েকে ভর্তি করেন একই গ্রামের ব্র্যাক পরিচালিত একটি স্কুলে।
কাজলীর দরিদ্র বাবা স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে মেয়ের বনভোজন ফি ২০০ টাকার বেশি দিতে অপারগতা প্রকাশ করেন। এতে শিক্ষক অকথ্য ভাষায় তাকে অপমান করেন বলেও অভিযোগ কাজলীর বাবার।
অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি এই অভিযোগটা তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছেন। তদন্ত রিপোর্ট চলে আসলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
গত ২৯ জানুয়ারি ওই বিদ্যালয়ে বনভোজনের অনুষ্ঠানের আয়োজন হয়। এতে বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।