বাণিজ্যে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে বাংলাদেশ; প্রণয় ভার্মার আশা প্রকাশ

0
3


ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের আরও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে। এমন আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (২ মে) সকালে ‘উন্নয়ন সমন্বয়’ অফিসে আয়োজিত মাল্টিমোডাল কানেকটিভিটি বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাল্টিমোডাল কানেকটিভিটি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে ভারতে বাংলাদেশের রফতানি তিনশো শতাংশ বাড়তে পারে। প্রণয় ভার্মা জানান, বিশ্ব বাণিজ্যে ভারতের ৫ম শীর্ষ অংশীদার দেশ বাংলাদেশ।

বন্দর ব্যবস্থাপনাসহ বাণিজ্য সহজীকরণ করলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বছরে সাড়ে ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬২ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার তথ্য এ সময় তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।

/এম ই