ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করতে ওবায়দুল কাদেরের আহ্বান

0
2


আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। টার্মিনালগুলোতে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলেও জানান ওবায়েদুল কাদের।

ঈদে সড়ক-মহাসড়কে অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানা একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য মালিক পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/এমএন