দুই পা হারিয়েও স্বাবলম্বী জর্ডানের কাঠমিস্ত্রি ওমর

0
3


মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে দুর্ঘটনায় দুই পা হারানো ওমর বেকারদের জন্য স্থাপন করেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। দেশটিতে চাকরির সন্ধানে বহু শিক্ষিত তরুণ ঘুরছেন রাস্তায়। সেখানে সুনিপুণ কাঠের কারিগর হয়ে উঠেছেন ওমর। স্বাবলম্বী হয়ে অন্যদের দিচ্ছেন কাজ। খবর ইয়াহু নিউজের।

প্রায় ১৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান ওমর আল মাশারা। তবে পঙ্গুত্বকে নিজের অসহায়ত্ব মনে করেননি তিনি। কীভাবে পঙ্গুত্বকে পরাস্ত করবেন, তা’ নিয়ে ভাবতে থাকেন।

জানতে চাইলে কাঠমিস্ত্রি ওমর আল মাশারা বলেন, দুর্ঘটনার পর খুব ভেঙে পড়েছিলাম। হতাশ লাগতো, কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম আমি। তাই নতুন কিছু করার সিদ্ধান্ত নেই। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব।

আগে থেকেই আগ্রহ ছিল কাঠের কাজের প্রতি। তাই সেটাকেই জীবিকা হিসেবে বেছে নেন। ধীরে ধীরে দক্ষ কাঠমিস্ত্রি হিসেবে বেশ সুনাম ছড়িয়ে পড়ে আশপাশে।

বর্তমানে ওমরের নিজের একটি কাঠের ফার্নিচার কারখানা রয়েছে। সেখানে সুনিপুণ হাতে ওমর নিজেই বানান কাঠের নানান শৌখিন সামগ্রী। ব্যবসার পরিধি বাড়াতে রেখেছেন কয়েকজন কর্মচারী।

এটিএম/